খড়িবাড়ি, ৩০ জানুয়ারিঃ খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে রুপোর পাচার রুখল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর বা DRI।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তে এসএসবি ও DRI যৌথভাবে টহলদারির সময় এক নেপালের মহিলার হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪টি প্যাকেট ভর্তি রুপোর দানা। ধৃত মহিলার দেবী কলা খাড়কা। নেপালের ঝাপা জেলার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১০কেজি রুপো, যার বাজারমূল্য আনুমানিক ৩৬ লক্ষ টাকা।
জানা গিয়েছে, বাগডোগরা থেকে এই রুপো নিয়ে নেপালে হাতবদলের ছক ছিল বলে ধৃত জিজ্ঞাসাবাদ স্বীকার করেছে। পরে ধৃতকে DRI গ্রেফতার করে। আজ মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
সীমান্তে পর পর ২দিন নেপালে টাকা পাচারের ছক বানচাল করে এসএসবি। একদিন ৬ লক্ষ ও পরে ২২লক্ষ টাকা উদ্ধার করা হয়। আটক করা হয়েছে মোট ৫ জনকে।
