রাজগঞ্জ, ২৮ ডিসেম্বরঃ রুরাল মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির তৃতীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বেলাকোবায়।মঙ্গলবার বেলাকোবার হরি মন্দিরে সম্মেলনের আয়োজন করা হয়।এদিন সম্মেলনের আগে একটি মিছিল করা হয়।
সংগঠনের রাজ্য সভাপতি আনন্দ মণ্ডল বলেন, গ্রামীণ চিকিৎসকদের সরকারি তরফে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল।কিন্তু তা সম্পূর্ণ করা হয়নি।এদিনের সম্মেলনের মধ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি গ্রামীণ চিকিৎসকদের সরকারি স্বীকৃতি এবং স্বাস্থ্য বিভাগে নিয়োগে গ্রামীণ চিকিৎসকদের অগ্রাধিকার দেওয়ার দাবি তোলা হয়।
এদিন সম্মেলনে উপস্থিত হয়ে পদ্মশ্রী করিমুল হক বলেন, আতিমারিতে গ্রামীণ চিকিৎসকরা করোনা যোদ্ধা হিসেবে কাজ করছে।গ্রামের ৮০ শতাংশ মানুষকে গ্রামীণ চিকিৎসকরা পরিষেবা দেন। আমরা সরকারের পাশে থাকতে চাইলেও সরকার পাশে থাকছে না।আমরা চাই গ্রামীণ চিকিৎসকদের সরকারি স্বীকৃতি দেওয়া হোক।