অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠতম এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভ্যাল

শিলিগুড়ি, ৩১ জানুয়ারিঃ আয়োজিত হতে চলেছে ষষ্ঠতম এশিয়ান রুরাল ট্যুরিসম ফেস্টিভ্যাল। ৯ ফেব্রুয়ারী  থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ভারত-নেপাল সীমান্তের কাকড়ভিটায়।


এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে রাজ বাসু জানান ২০১২-১৩ সাল থেকে এই উৎসব শুরু হয় এবং নেপালের প্রধানমন্ত্রী এই উৎসবের সঙ্গে বরাবর যুক্ত থেকেছেন। ভারত-নেপালের সম্পর্ককে আরও শক্ত করতেও এই অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহন করবে।

এছাড়াও তিনি জানান, এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভ্যালের উদ্দেশ্য রয়েছে উত্তরবঙ্গ, সিকিম, ভূটানের সকল হোমস্টেগুলিকে একসাথে এনে একটি রূপরেখা তৈরি করা এবং গ্রামীণ পর্যটনশিল্পকেও এক অন্য রূপ এনে দেওয়া। অনুষ্ঠানের আসার জন্য পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রীকে আমন্ত্রন জানানো হবে সেইসাথে নেপালের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রন জানানো হবে বলে জানা গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCEL