শিলিগুড়ি, ১১ ডিসেম্বরঃ হাইড্রোলিক ব্রিজ, জলবিদ্যুৎ প্রকল্প, অটোমেটিক ওয়াটার স্প্রে মডেল থেকে শুরু করে আরও অনেক কিছু বানিয়ে তাক লাগালো ছোট ছোট স্কুল পডুয়ারা।
বৃহস্পতিবার শিলিগুড়ির নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলে বিজ্ঞান ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেই প্রদর্শনীতে স্কুলের পড়ুয়ারা অংশ নিয়েছিল।সাধারণ বড় বড় বেসরকারি স্কুলগুলিতে এই ধরনের প্রদর্শনী দেখা গেলেও সরকারি হাতে গোনা কিছু স্কুলেই এই উদ্যোগ নেওয়া হয়। এ দিন বিজ্ঞান প্রদর্শনীতে বিভিন্ন মডেল বানিয়েছিল পড়ুয়ারা। গত এক মাস ধরে অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সাহায্য নিয়ে মডেল তৈরি করা হয়।
