রাজগঞ্জ, ২১ জানুয়ারিঃ নিয়ন্ত্রণ হারিয়ে সাব-ক্যানেলের জলে পড়ে গেল টোটো।রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি গোকুলভিটা এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটোটি হরিচরণভিটার দিকে যাচ্ছিল। সেই সময় টোটোতে কোনো যাত্রী ছিল না। গোকুলভিটা এলাকায় পৌঁছাতেই হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে টোটোটি সোজা সাব-ক্যানালের জলে পড়ে যায়। বিপদ আঁচ করে চালক আগেই টোটো থেকে নেমে পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনায় কোনো হতাহতের খবর নেই। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে স্থানীয়দের সহযোগিতায় সাব-ক্যানেলের জল থেকে টোটোটিকে উদ্ধার করা হয়।
