শিলিগুড়ি, ২৫ অক্টোবরঃ দীপাবলীর সময় শব্দ দূষণ ও বায়ু দূষণ রোধ করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করলো ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং হিমালয়ান নেচার ও অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন।এই দুই সংস্থার তরফে আজ সাংবাদিক বৈঠক করা হয়।
শব্দদূষণ রোধে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং হিমালয়ান নেচার ও অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আগামী রবিবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে একটি মিছিল বের করা হবে।মিছিলটি মহাত্মাগান্ধী মোড় পর্যন্ত যাবে।এই মিছিলের মধ্যে মানুষকে সচেতন করা হবে।
এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সম্পাদক শঙ্খ সেন ও হিমালয়ান নেচার ও অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন এর সম্পাদক দীপনারায়ন তালুকদার, হিমালয়ান নেচার ও অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী অনিমেষ বোস সহ অন্যান্যরা।
এদিন শঙ্খ সেন জানান, দীপাবলি আলোর উৎসব হোক।যেসব শব্দবাজি বাজারে বিক্রি হয় সেসব বাজির শব্দমাত্র প্রায় ৭০ ডেসিবেল এর উপরে।সে কারণেই শব্দ দূষণ ছড়াচ্ছে।শব্দবাজির পাশাপাশি অত্যধিক মাত্রায় ডিজে বাজানোর ফলেও শব্দদূষণ হচ্ছে।দেশের সর্বোচ্চ আদালত শব্দবাজি পুরোপুরিভাবে নিষিদ্ধ করার পরেও শব্দবাজি ব্যবহার করা হচ্ছে।
এই বিষয়ে হিমালয়ান নেচার ও অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের প্রোগ্রাম সমন্বয়কারী অনিমেষ বোস জানান, শব্দবাজির কারণে মানুষের পাশাপাশি পশু পাখিদের নানান সমস্যা হয়।শব্দ দূষণ রোধ করার জন্য রবিবার একটি সচেতনতামূলক মিছিল করা হবে।