কোচবিহার, ১৯ মেঃ বাবা সবজি বিক্রেতা।মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করলো ছেলে।
কোচবিহার জেলার বক্সিরহাট হাইস্কুলের ছাত্র তুষার দেবনাথ মাধ্যমিকে ৬৮৪ নম্বর পেয়ে রাজ্যে নবম স্থান অধিকার করেছে।কোচবিহার জেলার তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বক্সিরহাট সুভাষপল্লি এলাকায় বাড়ি।তুষার দেবনাথের বাবা তপন দেবনাথ পেশায় সবজি বিক্রেতা।পরিবারে আর্থিক অনটন থাকা সত্বেও তাঁর নজরকাড়া ফলে খুশির হওয়া পরিবারে।এদিন ফল বের হতেই তাকে বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান অনেকেই।
ডাক্তার হতে চায় তুষার।এদিকে আর্থিক অনটনের মধ্যেও ছেলের এই সাফল্যের কথা বলতে গিয়ে চোখে জল চলে আসে মা অঞ্জনা দেবনাথের।তিনি জানান, ছেলে বরাবরই পড়াশোনায় ভালো। আর্থিক কিছুটা অসুবিধা রয়েছে।ভবিষ্যতেও ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো।
তুষার দেবনাথের বাবা তপন দেবনাথ জানান, আর্থিক অনটনের মধ্য দিয়ে ছেলেকে পড়াশুনা করিয়েছি।তুষারের এই সাফল্যে খুশি।তবে আর্থিক অবস্থা খুব খারাপ। যদি সরকার থেকে তাকে কিছু সাহায্য করা হয় সে তার ছেলেকে পরবর্তীতে ডাক্তারি নিয়ে পড়াশোনা করাতে চান তিনি।
তুষার জানায়, এই সাফল্যের পেছনে পরিবারের পাশাপাশি স্কুল ও গৃহ শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে।আর্থিক অনটনের কারণে স্কুল ও গৃহ শিক্ষকরা বই থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে।