রাজগঞ্জের সবজি বিক্রেতার ছেলের নজরকাড়া ফল, ছেলের পড়াশোনা নিয়ে চিন্তায় পরিবার   

রাজগঞ্জ, ১৯ মেঃ রাজগঞ্জের সবজি বিক্রেতার ছেলের মাধ্যমিকে নজরকাড়া সাফল্য।রাজগঞ্জের সারিয়াম যশোধর উচ্চবিদ্যালয়ের ছাত্র বিশাল বর্মন। তার প্রাপ্ত নম্বর ৬২৮।ইচ্ছে রয়েছে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে আগামীতে ইঞ্জিনিয়ার হওয়ার।কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্নপূরণ হবে কি না তা নিয়ে চিন্তায় পড়েছেন বিশাল ও তার পরিবারের সদস্যরা।  


রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের সহদেবভিটার মনেশ্বের বর্মনের ছেলে বিশাল। মনেশ্বর বাবুর দুই ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাকে নিয়ে সংসার। মনেশ্বের বাবু পেশায় সবজি বিক্রেতা।তার বড় ছেলে একটি বেসরকারি কারখানায় কাজ করেন। সামান্য কিছু উপার্জনের সংসার চলে তাদের।ছেলের ভালো ফলাফলে খুশি হলেও আগামীতে তাঁর পড়াশোনার চিন্তায় রয়েছেন তারা।

বিশাল বর্মন জানায়, ভালো নম্বর নিয়ে পাশ করে খুব ভালো লাগছে। বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হতে চাই। বাবা অনেক কষ্ট করে কাজ করে আমাদের পড়াশোনা করাচ্ছেন ও সংসার চালাচ্ছেন। তাই বড় কিছু করে পরিবারের পাশে দাঁড়াতে চাই।


বিশালের বাবা মনেশ্বের বর্মন জানান, ছেলের ফলাফলে অনেক খুশি। ছেলে ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ হবে কি না তা নিয়ে চিন্তায় রয়েছি। তাই সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারটি।

 

One thought on “রাজগঞ্জের সবজি বিক্রেতার ছেলের নজরকাড়া ফল, ছেলের পড়াশোনা নিয়ে চিন্তায় পরিবার   

  1. Narayan saha says:

    আমি উক্ত পরিবারের কর্ত্যা কে বলব আপনি দয়া করে সরকারের নিকট আর্থিক সাহায্যের জন্য যোগাযোগ করুন, দেখুন কি উপায় হয়,…….।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELcasibom girişcasibomgrandpashabet giriş