রাজগঞ্জ, ২৫ ডিসেম্বরঃ জৈব সার দিয়ে বিভিন্ন সবজি চাষ করে বেকার যুবকদের দিশা দেখাচ্ছেন রাজগঞ্জের সাহুডাঙ্গির পাঘালু পাড়ার পৌঢ় রবীন্দ্রনাথ রায়।
দুই বিঘা জমিতে ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি আলু, আখ, অর্কিড, স্ট্রবেরি, ড্রাগন ফ্রুট, মৌমাছি পালন, হাঁস পালন এবং মাছ চাষ করছেন তিনি।
রবীন্দ্রনাথ রায় বলেন, রাসায়নিক সার দিয়ে তৈরি শাকসবজি বাজারে চাহিদাও কম।তাই গোবর ও জৈব সার দিয়ে সারাবছর বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন।স্ট্রবেরি চাষ করে ভালো ফলন হলেও লকডাউনের কারণে লক্ষাধিক টাকার লোকসান হয়েছে। তিনি আরও বলেন, জৈব সার দিয়ে চাষ করা শাকসবজি বাজারে ভালো চাহিদা রয়েছে।তাই বেকার যুবকরা জৈব সার দিয়ে চাষাবাদ করলে স্বাবলম্বী হতে পারবেন।