ফাঁসিদেওয়া, ২১ এপ্রিলঃ সবজিবোঝাই গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ।ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার ধামনাগছ এলাকার ৩১নম্বর জাতীয় সড়কে।ঘটনায় গুরুতর জখম বাইক চালক।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাইকটি।সেইসময় একটি সবজিবোঝাই গাড়ি দ্রুতগতিতে থাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষের জেরে নয়ানজুলিতে ঢুকে পড়ে সবজিবোঝাই গাড়িটি।
ঘটনার পর ফাঁসিদেওয়া থানার পুলিশ পৌঁছে জখম বাইক চালককে উদ্ধার করে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে পাঠায়।অন্যদিকে সবজিবোঝাই গাড়িটিকে ক্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয়রা জানান, বারবার ডাইভারশন রুট বদল করা এবং রেডিয়েন্ট না লাগানোর জন্য প্রায়শই দুর্ঘটনা ঘটছে।