রাজগঞ্জ,২৩ মার্চঃ স্ট্রবেরি ও ক্যাপসিকাম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন রাজগঞ্জের কেশবচন্দ্র দাস।গত বছর করোনার প্রকোপে লোকসান হলেও এবছর ভালো লাভের আশা করছেন রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাটুনিভিটা গ্রামের কেশবচন্দ্র দাস। দীর্ঘ তিন বছর ধরে দুই বিঘা জমিতে সম্পুর্ন জৈব সার প্রয়োগ করে স্ট্রবেরি ও ক্যাপসিকাম সহ নানা সবজির চাষ করছেন তিনি।
কেশব বাবু বলেন, বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে প্রায় ৩ বছর থেকে মালচিং পদ্ধতিতে এই চাষ গুলো করছি।হায়দ্রাবাদ থেকে চারা এনে স্ট্রবেরি চাষ করা হচ্ছে।গত বছর প্রায় অনেকটা জায়গা জুড়ে স্ট্রবেরি চাষ করেছিলাম।কিন্তু করোনার জেরে ঘাটতির মুখ দেখতে হয়েছে।তাই এই বছর অল্প কিছু জায়গায় স্ট্রবেরি ও ক্যাপসিকাম চাষ করেছি।গত বছর করোনা আবহে সমস্যা হলেও এই বছর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আশা রাখছি এবার লাভের মুখ দেখতে পারবো।