রাজগঞ্জ, ৪ মার্চঃ দশম পর্যায়ে সবুজ সাথী সাইকেল বিতরণ করা হল সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চবিদ্যালয়ে।
মঙ্গলবার অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের প্রায় ১৪৪ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।সাইকেলগুলি তুলে দেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ সহ স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী।
উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি চন্দন বিশ্বাস, সমাজসেবী দীপেন প্রামাণিক, প্রফুল্ল রায় সহ অন্যান্যরা।