কোচবিহার, ১৩ এপ্রিলঃ বাংলা নববর্ষের আগে পুনরায় সবুজের পথে হাতছানি বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।
জানা গিয়েছে, বুধবার থেকে চালু হয়েছে এই বাস পরিষেবা।বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কোচবিহার ডিপোর সামনে থেকে এই বাস পরিষেবার উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
গতবছর পাহাড়-ডুয়ার্সের পর্যটকদের জন্য সবুজের পথে হাতছানি বাস পরিষেবা চালু করা হয়েছিল।তবে করোনার জেরে মাঝে সেই পরিষেবা বন্ধ রাখা হয়।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই পুনরায় সবুজের পথে হাতছানি চালু করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা।বুধবার থেকে নতুন রুট লাভা, পেডং, লোলেগাঁওয়ে দুরাত তিনদিনের এই পরিষেবা চালু করা হল।যার বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।এছাড়াও কোচবিহার থেকে বক্সীরহাট পর্যন্ত কোনোরকম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা বাস ছিল না।এই রুটেও বাস পরিষেবা চালু করা হল।
Welcome
অনেক শুভ কামনা
শুভ কামনা