শিলিগুড়ি, ৫ ফেব্রুয়ারিঃ পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে কলকাতা ট্রাফিক হেডকোয়ার্টারের উদ্যোগে শুরু হওয়া সাইকেল র্যালি শেষ হল শিলিগুড়িতে।এই র্যালির মধ্য দিয়ে পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয় সাধারন মানুষকে।
জানা গিয়েছে, জানুয়ারি মাসের ২৯ তারিখে কলকাতা থেকে শুরু হয় র্যালিটি।আজ শিলিগুড়িতে এসে শেষ হল।গত ৮ দিনে রাজ্যের বিভিন্ন জেলায় পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষদের সচেতন করেন র্যালিতে অংশগ্রহণকারীরা।২৫ জন র্যালিতে অংশ নিয়েছিলেন।
বুধবার এই সাইকেল র্যালি পুলিশ কমিশনারেট ময়দানে পৌঁছালে তাদের স্বাগত জানান শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকার,ডেপুটি পুলিশ কমিশনার(ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা।
পুলিশ কমিশনার সি সুধাকর জানান,পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ট্রাফিক হেডকোয়ার্টার ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা ফুটবল লাভার্স এই উদ্যোগ গ্রহণ করে।