শিলিগুড়ি,১৫ আগস্টঃ শিলিগুড়ি শহরে পুজোর আগে বাড়তে শুরু করেছে চুরির ঘটনা। সুযোগ পেলেই ফাঁকা বাড়িতে ঢুকে চুরি করছে চোর। সম্প্রতি শহরের বিভিন্ন থানা এলাকায় চুরির ঘটনাগুলি ঘটছে। এবার দিন দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শিলিগুড়ির প্রধাননগর থানা এলাকার উৎপল নগরে এমনই চুরির ঘটনা সামনে এসেছে।
ফাঁকা বাড়ি দেখে সেখানে ঢোকে চোর। এরপর লক্ষাধিক টাকার অলঙ্কার সহ নানা সামগ্রী চুরি করা হয়। জানা গিয়েছে বুধবার সকালে ওই এলাকায় একটি বাড়িতে লোকজন ছিলেন না। সেই সুযোগেই চোর বাড়িতে ঢোকে। বাড়িটিতে তিনটি আলমারির লক ভেঙে প্রায় ১৫ লক্ষ টাকার সোনার অলঙ্কার ও ২ লক্ষ টাকা নগদ চুরি করা হয়েছে বলে অভিযোগ। এরপর রাতে বাড়িতে লোকজন ফিরে এলে চুরির ঘটনাটি বুঝতে পারে। রাতে প্রধাননগর থানায় চুরির বিষয়টি জানানো হয়। ওই বাড়িতে যায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানা।