শিলিগুড়ি, ১৯ ফেব্রুয়ারিঃ আজ তৃতীয় দিনে পড়েছে সাফাই কর্মীদের কর্মবিরতি।এর জেরে সমস্যায় শহরবাসী।এরপরই নড়েচড়ে বসল পুরনিগম।
শুক্রবার পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে সাফাই কর্মীদের কড়া ভাষায় বার্তা দেন।তিনি বলেন, আন্দোলন চলাকালীন যারা ভাঙচুর এবং হুমকি দিয়েছেন তাদের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করা হয়েছে।পুরনিগমের স্থায়ী কর্মচারীদের জোর করে কাজ করতে দিচ্ছে না আন্দোলনকারীরা।তা আমরা কোনমতেই বরদাস্ত করব না।
তিনি আরও বলেন, স্থায়ী কর্মচারীদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা যদি কাজ বন্ধ রাখে তাহলে তাদের সার্ভিস কন্ডিশন মেনে চাকরি করতে হবে।আগামীকাল থেকে স্থায়ী কর্মচারীদের কাজে যোগ দিতে হবে।পাশাপাশি যারা জোর করে এই কর্মবিরতি করছে তথা অস্থায়ী কর্মচারীদের বেতন কাটা হবে।
মজুরী বৃদ্ধি নিয়ে আগামীকাল পুরনিগম ৩টি ট্রেড ইউনিয়নের সাথে বৈঠকে বসবে।আগামীকাল থেকে পুরনিগমের স্থায়ী কর্মচারীরা কাজে যোগ দেবেন।শহর আবর্জনা মুক্ত করতে যদি কেউ বাঁধা দেয় তাহলে পুলিশ তার ব্যবস্থা নেবে।