পুরনিগমের সাফাই কর্মীদের সংবর্ধনা, বস্ত্র ও  খাদ্যসামগ্রী বিতরণ    

শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ ‘ক্লিন ইন্ডিয়া গ্রীন ইন্ডিয়া’ কর্মসূচি শুরু করেছে রাউন্ড টেবিল ইন্ডিয়া ও লেডিস সার্কেল ইন্ডিয়া।


বুধবার এই কর্মসূচির আওতায় শিলিগুড়ির ১০ নম্বর ওয়ার্ডের সূর্যসেন পার্কে একটি অনুষ্ঠানের আয়োজন করে পুরনিগমে কর্মরত কঞ্জারভেন্সী ওয়ার্কার ও সাফাই কর্মচারীদের সম্মান জানানো হল।পাশাপাশি তাদের হাতে বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এই বিষয়ে রাউন্ড টেবিল ইন্ডিয়ার সদস্য উৎসব মিত্তল বলেন, যেসব কর্মচারী শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তাদের মনোবল বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasibom girişcasibomcasicasibomcasibom 726Bonus veren sitelerCasibom 2024 - 2025Canlı BahisBedava deneme bonusucasibom güncel girişcasibomcasibomcasibom