শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ স্থায়ীকরন ও বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে সরব হয়েছিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি।তাদের এই আন্দোলনের জেরে শহরজুড়ে থমকে গিয়েছিল সাফাইয়ের কাজ।
এবারে একই দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল বের করল সাফাইকর্মীরা।আজ মহাঋষি বাল্মিকি সেবা সংঘ এবং অখিল ভারতীয় সাফাই মজদুর কংগ্রেস এর তরফে এই মিছিলের আয়োজন করা হয়।মিছিলটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ি পুরনিগম হয়ে মহকুমাশাসকের দপ্তরে গিয়ে শেষ হয়।এদিন ১৪ দফা দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রশাসক অশোক ভট্টাচার্য ও মহকুমাশাসকের হাতে।
সংগঠনের পক্ষ থেকে মনোজ কুমার রাউত জানান, তাদের ১৪ দফা দাবির প্রতি সম্পুর্নভাবে সহমত পোষন করেছেন প্রশাসক অশোক ভট্টাচার্য।তবে তাদের দাবি না মানা হলে সংগঠন কোন রুপ হিংসাত্বক আন্দোলনে যাবে না,শহরবাসীর স্বার্থে সমস্থ কিছু আলোচনা করেই আন্দোলনের রুপরেখা তৈরি করা হবে।