শিলিগুড়ি, ২৩ জুলাইঃ শিলিগুড়ি পুরনিগমের তরফে সাফাই কর্মীদের হাতে তুলে দেওয়া হল সুরক্ষা সামগ্রী।
জানা গিয়েছে, এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে পুরনিগমের পিডব্লিউডি বিভাগের সাফাই কর্মীদের হাতে রেইনকোট, মাস্ক এবং সাবান তুলে দেওয়া হয়।এদিন প্রায় ৭০ জনের হাতে এই সুরক্ষা সামগ্রী তুলে দেন পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এদিন গৌতম দেব বলেন, দুয়ারে সরকার কর্মসূচি শুরু হচ্ছে।সেখানে পুরনিগমের অস্থায়ী কর্মীদের স্বাস্থ্য সাথী কার্ডের ব্যবস্থা করা হবে।এছাড়াও স্থায়ী কর্মীদের জন্য পুরনিগমের পক্ষ থেকে দুই লক্ষ টাকা স্বাস্থ্য বীমা করে দেওয়া হচ্ছে।