বিভিন্ন দাবীতে কর্মবিরতি এবং শিলিগুড়ি পুরনিগমের সামনে আবর্জনা ফেলে বিক্ষোভ সাফাইকর্মীদের

শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ বিভিন্ন দাবীতে কর্মবিরতি এবং শিলিগুড়ি পুরনিগমের সামনে আবর্জনা ফেলে বিক্ষোভ প্রদর্শন করল সাফাইকর্মীরা।


জানা গিয়েছে, এদিন শিলিগুড়ির ৪৭টি ওয়ার্ডের ২৭৭১ জন স্থায়ী ও অস্থায়ী সাফাই কর্মী বিক্ষোভে যোগ দেন।প্রথমে বাঘাযতীন পার্কের সামনে থেকে একটি ধিক্কার মিছিল করে তারা।এরপর পুরনিগমের সামনে এসে আবর্জনা রাস্তা ছড়িয়ে দিয়ে বিক্ষোভ দেখান সাফাইকর্মীরা।

প্রসঙ্গত, সাফাই কর্মীদের স্থায়ীকরন, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বেশকিছুদিন ধরেই আন্দোলন করে চলেছে উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি।এরপরেও তাদের দাবী নিয়ে পুরনিগম কোনো গুরুত্ব দিচ্ছে না।সেকারনেই এবারে কর্মবিরতির সিদ্ধান্ত তাদের।


সমিতির সভাপতি কিরণ রাউথ জানান, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এই ধিক্কার মিছিল এবং কাজ স্থগিত রাখা হয়েছে।শিলিগুড়ির পাশাপাশি অন্যান্য জেলাতেও যাতে সাফাইকর্মীরা কাজ স্থগিত রাখে সেই আবেদনও তারা করেছে।যতদিন তাদের দাবি পূরণ না হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *