শিলিগুড়ি,১৯ ফেব্রুয়ারিঃ সাফাই কর্মচারীদের কর্মবিরতির জের।শহরজুড়ে বাড়ছে সমস্যা।অবশেষে আলোচনায় বসলেন মন্ত্রী গৌতম দেব।
আজ মৈনাকে জেলা প্রশাসনের পাশাপাশি, শিলিগুড়ি মহকুমাশাসক, পুরনিগমের কমিশনার, পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য মুকুল সেনগুপ্ত সহ পুরনিগমের তিনটি ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রী। যদিও সেই আলোচনায় থাকবে না বলে আগেই জানিয়েছিল আন্দোলনকারীরা।
এদিন বৈঠক শেষে মন্ত্রী বলেন, ৭ লক্ষ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সাফাই কর্মীরা।এভাবে জরুরি পরিষেবা বন্ধ রাখা যায় না।পুরনিগমকে বলা হয়েছে বিকল্প পরিকল্পনা করতে।প্রয়োজনে আমি ও সমস্ত দলের কর্মীদের বলবো শহর পরিষ্কারের জন্য রাস্তায় নামতে।
অন্যদিকে জানা গিয়েছে, পুরনিগমের তরফে আন্দোলনকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার আন্দোলনের সময় পুরনিগমের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।সেই ঘটনাতেই এই মামলা দায়ের করা হয়েছে।