শিলিগুড়ি,১৮ ফেব্রুয়ারিঃ কর্মবিরতি রেখেছেন সাফাইকর্মীরা।কয়েক দফা দাবিতে দীর্ঘদিন ধরেই বিক্ষোভে সামিল হয়েছিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি।যার ফলে সমস্যায় শহরবাসী।শেঠ শ্রীলাল মার্কেট পরিস্কার রাখতে তাই ঝাড়ু হাতে রাস্তায় নামলেন শেঠ শ্রীলাল মার্কেট ব্যাবসায়ী সমিতির সদস্যরাই।
শেঠ শ্রীলাল মার্কেট ব্যাবসায়ী সমিতির তরফে খোকন ভট্টাচার্য ব্যাবসায়ীদের কাছে অনুরোধ রাখেন যতদিন না সাফাইকর্মীরা কাজে ফিরছেন ততদিন ব্যাবসায়ীরা যাতে নোংরা আবর্জনা রাস্তায় না ফেলে একটি প্যাকেটে রাখেন।এছাড়াও ব্যাবসায়ীরা যাতে নিজেরাই দোকানের সামনে রাস্তা পরিস্কার রাখেন সেই আবেদনও করেন।
শেঠ শ্রীলাল মার্কেট টেইলারিং ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে সাগর কবির জানান,সাফাইকর্মীরা আন্দোলন করতেই পারেন। তবে আন্দোলন আন্দোলনের মতোই করা হোক।বাইরে থেকে নোংরা এনে রাস্তায় ফেলে শহরকে দূষিত না করা হোক।