জলপাইগুড়ি, ৮ জুলাইঃ ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এর চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে জলপাইগুড়িতে একটি কর্মসূচির আয়োজন করা হল।
বুধবার জলপাইগুড়ির থানা মোড়ে জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্ত মন্ত্রী অরূপ বিশ্বাস, উত্তরবঙ্গ রাজ্য পুলিশের আইজি বিশাল গর্গ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তিওয়ারি, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ কল্যাণ মুখোপাধ্যায়, পুলিশ সুপার অভিষেক মোদী, জেলা পরিষদের সভাধপতি উত্তরা বর্মন, সদর মহকুমাশাসক সহ অন্যান্যরা। ট্রাফিক নিয়ে সচেতনা বাড়াতে এদিন বাইক র্যালির আয়োজন করা হয়।
পুলিশ সুপার অভিষেক মোদী বলেন, এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মধ্য দিয়ে ২৫ শতাংশ দুর্ঘটনা কমানো গিয়েছে। এখন থেকে বাইক চালকদের মাস্ক ও হেলমেট পড়তে হবে বলে জানিয়েছেন তিনি।