রাজগঞ্জ, ১৩ মেঃ রাজগঞ্জ থানা ও প্রশাসনের উদ্যোগে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি পালন করা হল।
শুক্রবার রাজগঞ্জের বিডিও অফিস থেকে ফাটাপুকুর পর্যন্ত একটি সচেতনতামূলক র্যালি করা হয়।র্যালির মাধ্যমে সাধারণ মানুষকে ট্রাফিক আইন নিয়ে সচেতন করা হয়।
এই বিষয়ে বিডিও পংকজ কোনার বলেন, রাজ্য জুড়ে উন্নয়নের ১১ বছর কর্মসূচি চলছে।তারই অঙ্গ হিসেবে সেফ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ পালন করা হল।তিনি আরও বলেন, টোল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অনেক যানবাহন রাজগঞ্জ বাজার হয়ে জাতীয় সড়কে ওঠে।এতে দুর্ঘটনা বাড়ছে।এর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের ট্রাফিক ওসি অতুল দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা।