রাজগঞ্জ, ১৫ ডিসেম্বরঃ রাজগঞ্জ থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসুচি পালন করা হল।
বুধবার জলপাইগুড়ি জেলা পুলিশ ও রাজগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এলাকার এনসিসি ক্যাডেট ও স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচির মাধ্যমে হেলমেটবিহীনদের হেলমেট তুলে দেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত।পাশাপাশি স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা ও রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা ও করোনার টিকাকরণ শিবিরের আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষী দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, জলপাইগুড়ি জেলা শিক্ষা সাংসদের চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাধিপতি পূর্নিমা রায় সহ অন্যান্যরা।