জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বরঃ শিশুদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমবে এই লক্ষ্য নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ।
জানা গিয়েছে, ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার পুলিশ লাইনে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে মোট চারটি বিভাগে প্রতিযোগিতা হয়।প্রত্যেক বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদের ট্রফি তুলে দেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত ও অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক দেবাশীষ দাস, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল, কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার, সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা ও হাইওয়ে ট্রাফিক ওসি সুজিত মিত্র সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইভ’ কর্মসূচির অঙ্গ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।এখন থেকেই শিশুদের ট্রাফিক নিয়ম নিয়ে সচেতন করা হলে আগামীতে তারা বড় হয়ে ট্রাফিক আইন নিয়ে সচেতন থাকবে।ট্রাফিক আইন মেনে চলবে।দুর্ঘটনাও কমবে।