শিলিগুড়ি, ১৮ মেঃ শিলিগুড়ির কুমোরটুলিতে ভবনে মহিলাদের জন্য সেফ হোম তৈরির পরিকল্পনা পুরনিগমের।তা জানার পর সেখানে সেফ হোম করতে দেবেন না বলে প্রতিবাদে সামিল হলেন এলাকার বাসিন্দারা।
মঙ্গলবার সকালে সেখানে পুরনিগমের কর্মীরা গিয়েছিলেন।তাদের থেকে বাসিন্দারা জানতে পারেন সেখানে সেফ হোম তৈরি হচ্ছে।তা জানার পর তারা বিক্ষোভ দেখাতে থাকেন।এলাকাবাসীদের দাবি, যেখানে ভবনের আশপাশে প্রচুর বাড়ি রয়েছে।তাই তারা সেফ হোম করতে দেবেন না।ওয়ার্ড কো-অর্ডিনেটর পরিমল মিত্র সেখানে যান।বাসিন্দাদের বোঝানোর চেষ্টাও করেন।কিন্তু লাভ হয়নি।
তবে পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রঞ্জন সরকার জানান, বাসিন্দাদের সুরক্ষা অবশ্যই গুরুত্ব সহকারে দেখা হবে।ভবনটি চারদিক দিয়ে ঘিরেই সেফ হোম হবে।
প্রসঙ্গত, গত বছর ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোম তৈরি করতে গিয়েও বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে।