শিলিগুড়ি পলিটেকনিক কলেজে হচ্ছে সেফ হোম, প্রাথমিক পরিদর্শনে আধিকারিকেরা

শিলিগুড়ি, ২২ মেঃ শিলিগুড়ির ডাবগ্রামে পলিটেকনিক কলেজে সেফ হোম তৈরি করার পরিকল্পনা। শনিবার পলিটেকনিক কলেজে গিয়ে রুমগুলি পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা।সরকারি অনুমতি মিলে গেলেই কাজ শুরু হয়ে যাবে।


এই সেফ হোমের দায়িত্বে থাকছেন সূর্যনগর সমাজকল্যাণ সংস্থা।প্রথমে ২০ টি বেড দিয়ে সেফ হোম চালুর পরিকল্পনা রয়েছে।প্রয়োজনে আগামীতে বেড সংখ্যা আরও বাড়ানো হবে।প্রতিটি বেডেই অক্সিজেনের ব্যবস্থা থাকছে।এছাড়াও চিকিৎসকেরা থাকবেন সেখানে।বিনামূল্যেই রোগীদের সমস্ত পরিষেবা দেওয়া হবে।

সংস্থার কর্মকর্তাদের আশা, কয়েকদিনের মধ্যেই সরকারের তরফে সমস্ত অনুমতি মিলে যাবে।তারপর যাবতীয় কাজ সেরে ফেলে দ্রুত সেফ হোমটি খুলে দেওয়া হবে।সেখানে শিলিগুড়ি শহরে করোনা সংক্রমিতেরা থাকতে পারবেন।


কলেজের প্রিন্সিপ্যাল শুভাশীষ মুখোপাধ্যায় বলেন, আজ প্রাথমিক পরিদর্শন করেছেন আধিকারিকেরা। কয়েকটি রুম তাঁদের পছন্দ হয়েছে।আমরাও সহযোগীতার জন্য তৈরি রয়েছি।

অন্যদিকে সূর্যনগর সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আশিষ ব্রহ্ম বলেন, এই সেফ হোম চালু হয়ে গেলে রোগীদের সুবিধা হবে।যারা বাড়িতে থাকতে পারবেন না।তারা এখানে থাকতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş