শিলিগুড়ি, ২৩ মে: ইন্ডোর স্টেডিয়ামে সেফ হোমে করোনা আক্রান্তদের জন্য স্টিম মেশিন বিতরণ করল রাষ্ট্র সেবিকা সমিতি। এই সময় করোনা আক্রান্তদের স্টিম নেওয়ার প্রয়োজন হয় সেকারনেই তাদের এই উদ্যোগ বলে জানান সংগঠনের সদস্যা শান্তা পাল।
সেফ হাউসের ডাক্তার এস পি দে জানান, খুবই ভালো উদ্যোগ, গতবছরেও তারা খাদ্যসামগ্রী দিয়েছিল।
পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন এবং অক্সিজেন লেভেল অনেকটা কমে গেলে তারপরেই সেফ হোমে আসছেন। তবে তা উচিত নয়। অক্সিজেন লেভেল অনেক নেমে গেলে স্পেশাল ট্রিটমেন্টের প্রয়োজন যা সেফ হোমে প্রায় অসম্ভব। তাই অযথা সময় নষ্ট না করে প্রথম থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে।