ইন্ডোর স্টেডিয়ামের সেফ হাউস পরিদর্শনে গৌতম দেব

শিলিগুড়ি, ২৭ এপ্রিলঃ দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ।শিলিগুড়ির পরিস্থিতিও উদ্বেগজনক।


শিলিগুড়ি পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের ইন্ডোর স্টেডিয়ামকে ফের সেফ হাউস করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।মঙ্গলবার ইন্ডোর স্টেডিয়ামের সেফ হাউস এর কাজ খতিয়ে দেখেন বিদায়ী পর্যটন মন্ত্রী গৌতম দেব৷উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ অন্যান্যরা৷

গৌতম দেব বলেন, করোনা সংক্রমনের কথা ভেবে শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হাউস করা হয়েছিল৷সবরকম ব্যবস্থা তৈরি রয়েছে।এর আগে ৫০টি বেড ছিল তা বাড়িয়ে ৭০টি করা হয়েছে।এছাড়াও এবারে ১৮টি অক্সিজেন বিশিষ্ট বেডের ব্যবস্থাও করা হয়েছে।আগামীকালের মধ্যেই সিএমওএইচ এর হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking GirişBets10holiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom giriş