শিলিগুড়ি,১০ জুনঃ শিলিগুড়ির ডাবগ্রামে পলিটেকনিক কলেজে তৈরি হল সেফ হোম। শুক্রবার উদ্বোধন হবে এই সেফ হোম।শিলিগুড়ি সূর্যনগর সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ও দি বেথেল চার্চ অ্যাসোসিয়েশন এবং কোভিড কেয়ার নেটওয়ার্কের সহযোগিতায় সেফ হোমটি খোলা হচ্ছে।প্রাথমিকভাবে ২০টি বেড চালু করা হচ্ছে। সেখানে অক্সিজেনের ব্যবস্থাও থাকছে।১০টি বেড মহিলা ও ১০টি বেড পুরুষ করোনা রোগীদের জন্য থাকছে।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন উদ্যোক্তারা।জানানো হয়, শুক্রবার উদ্বোধন হবে সেফ হোমের।সেখানে বিনামূল্যে করোনা রোগীরা চিকিৎসা পাবেন।প্রয়োজনে রোগীকে বিনামূল্যে অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হবে।সেফ হোমটিতে রোগীদের জন্য টিভিরও ব্যবস্থা থাকছে।