শিলিগুড়ি,১০ জুনঃ সেফ হোম তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ি বরোদাকান্ত বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগের শিক্ষক-শিক্ষিকারা।সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার নিজস্ব উদ্যোগে সেফ হোম তৈরি করাকে স্বাগত জানিয়ে তাদের বেতনের একটা অংশ তুলে দিলেন সংস্থার হাতে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমিতাভ মিত্র জানান,দীর্ঘদিন ধরে এই সংস্থা সমাজের জন্য ভালো কাজ করে চলেছে।বর্তমান পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় এই সংস্থার প্রতিটি সদস্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা সত্যিই প্রশংসনীয়।আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে সামান্য অর্থ দিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম এবং ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করবো।