শিলিগুড়ি, ২৪ জুলাইঃ সেফ হাউস তৈরি নিয়ে শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামের সামনে বিক্ষোভের ঘটনায় সরব হলেন অনেকেই। মানুষকে ভুল পথে পরিচালিত করা হচ্ছে বলেই অভিযোগ করলেন মন্ত্রী গৌতম দেব ও জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার। গতকাল শিলিগুড়ির ইন্ডোর স্টেডিয়ামের সামনে প্রশাসনিক আধিকারিকদের ঘিরেই বিক্ষোভ দেখান কিছু এলাকাবাসী। স্টেডিয়ামে কোনও সেফ হাউস হবেনা বলে দাবি করেন তারা।
সেখানে বামেদের কিছু নেতা কর্মীদের দেখা যায়। তারপরই সরব হয়েছেন সকলে। আজ মন্ত্রী গৌতম দেব বলেন, সেফ হাউস নিয়ে যা হয়েছে তাতে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। ওয়ার্ড কো-অর্ডিনেটরদের মনে রাখা উচিত তারা এখন রাজ্য সরকার দ্বারা মনোনিত। জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার জানান, কিছু পুরনিগমের কর্মীরা ডিউটি করছেন না। কিন্তু দলীয় কর্মসূচীতে দেখা যাচ্ছে। বিষয়টি পুরনিগমের কমিশনারের কাছে জানানো হয়েছে। অন্যদিকে পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য শঙ্কর ঘোষ বলেন, সেফ হাউস কি, কেন বানানো হচ্ছে তা মানুষের বোঝা উচিত। জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়া উচিত মানুষের।