শিলিগুড়ি,২১ আগস্টঃ শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকে চালু হল সেফ হাউস।ফাঁসিদেওয়া সেফ হাউস থেকে আজ বেশ কয়েকজন উপসর্গহীন করোনা রোগীকে ইন্ডোর স্টেডিয়ামের সেফ হাউসে নিয়ে আসা হয়।
বেশ কয়েকদিন ধরেই ইন্ডোর স্টেডিয়ামে সেফ হাউস তৈরির কাজ চলছিল যা গত কয়েকদিন আগে সম্পন্ন হয়।আজ থেকে এখানে পুরনিগম এলাকার উপসর্গহীন করোনা রোগীদের রাখা হবে।
প্রসঙ্গত, শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামের সেফ হাউসে আপাতত ৭০টি বেডের বন্দোবস্ত করা হয়েছে।যদি কোনওসময় এই রোগীদের অক্সিজেনের প্রয়োজন হয় সেক্ষেত্রে অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে এখানে। পাশাপাশি সমস্ত করোনা রোগীদের একঘেয়েমি কাটাতে ফ্রি ওয়াইফাই এবং টিভিরও বন্দোবস্ত করা হয়েছে।এছাড়াও প্রতিটি বেডের পাশে ফ্যানও রাখা হয়েছে।এই সেফ হাউসে থাকা উপসর্গহীন রোগীদের চিকিৎসার জন্য ডাক্তার এবং নার্সরাও থাকবেন বলে জানা গিয়েছে।