কোচবিহারের সাগরদিঘীতে ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

কোচবিহার, ১৭ জানুয়ারিঃ কোচবিহারের সাগরদিঘীতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম সঞ্জীব কুমার দেব(৪০)। কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন ব্যক্তি।


জানা গিয়েছে, বুধবার এসকালে প্রাতঃভ্রমনে বেরিয়ে সাগরদিঘীতে মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা গিয়েছে,  নিজস্ব ব্যবসা ছিল সঞ্জীব কুমারের।সেকারণে কোচবিহার শহরে ভাড়া থাকতেন তিনি।মঙ্গলবার রাতে পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে দেখাও করেছেন সঞ্জীব কুমার।এরপর  গভীর রাতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাসেজ করেছিলেন। তারপর থেকে আর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না।এরপর পরিবারের লোকেরা বিষয়টি নিয়ে থানায় অভিযোগও জানাতে যান।পরবর্তীতে খবর আসে যে ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে।


পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *