শিলিগুড়ি, ১৫ জানুয়ারিঃ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে যোগ দিতে চায় শিলিগুড়ির ছেলে পৌলুশ মুন্ডা।তবে তার এই স্বপ্নে বাঁধ সাধছে আর্থিক সমস্যা।
এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে পৌলুশ মুন্ডা জানান, চলতি মাসের ২৯ তারিখ থেকে থাইল্যান্ডে রয়েছে এই প্রতিযোগিতা। মোট খরচ রয়েছে প্রায় দেড় লক্ষ টাকা।পৌলুশ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র, পাশাপাশি বিভিন্ন ক্যারাটে স্কুলে ক্লাস নিয়ে কিছু টাকা উপার্জন করে।তবে তা দিয়ে তার থাইল্যান্ডেআন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না। তাই তিনি আর্থিক সাহায্যের জন্য আবেদন জানান বিভিন্ন সংস্থাগুলিকে।
মন্ত্রী গৌতম দেবের সাথে কথা বলেও তিনি আর্থিক সমস্যার কথা জানাবেন বলে জানান।এই প্রতিযোগিতায় প্রায় ৫৪ টিরও বেশি দেশ অংশগ্রহন করবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহন করতে চলেছে পৌলুশ।এর আগে জাতীয় স্তরে ৪ বার সোনা জিতেছেন তিনি। এবারের স্বপ্ন আন্তর্জাতিক স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহন করা।