শিলিগুড়ি,১২ জুনঃ লকডাউনের প্রভাব অনেকদিন আগেই পড়েছিল শহরের সঙ্গীত শিল্পীদের ওপর। তবে সেই সমস্যার কোনো সমাধান হয়নি এখনও।
শুক্রবার শিলিগুড়ি মিউজিক সোস্যাইটি এন্ড ওয়েলফেয়ারের তরফে সভাপতি আশিস ব্যানার্জী ও সাধারণ সম্পাদক বাবলু তালুকদার জানান, শিল্পীদের অস্তিত্ব আজ এমনিতেই বিপন্ন, তারা নিজেদের প্রাপ্য সম্মানটুকুও পান না। তার ওপর লকডাউনে তারা আর্থিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন। এই অবস্থায় তাদের এই সংস্থা যথাসম্ভবভাবে দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চলেছেন।
সরকারের কাছে একদিকে যেমন তারা এইসমস্ত শিল্পীদের সাহায্যের আবেদন জানাচ্ছেন তেমনই সাধারণ মানুষের কাছেও তারা আবেদন করছেন যাতে সকলে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সংস্থার তরফে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরও দেওয়া হয়।নম্বরটি হল- (502102011115223, IFSC ubin0550213) যারা এই দুঃস্থ শিল্পীদের সাহায্য করতে চান তারা ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা দিয়ে সাহায্য করতে পারেন।