ভারতীয় দলের হয়ে খেলবে প্রতিবন্ধী ক্রিকেটার সুরজিৎ,সাহায্যের হাত বাড়ালেন গৌতম গোস্বামী

শিলিগুড়ি,৫ আগস্টঃ শিলিগুড়ি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা মিরা টিকাদারের প্রতিবন্ধী ছেলে সুরজিৎ টিকাদার।ভারতীয় ক্রিকেট দলের হয়ে বাংলাদেশে খেলার সুযোগ পেয়েছে সে।আগামী শারদীয়া উৎসবের পরপরই বাংলাদেশ ট্যুর তার।ভারতীয় দলে খেলার সুযোগ পেয়ে খুশি সুরজিৎ ও তার পরিবার।পাশাপাশি সুরজিৎ এর সাফল্যে গর্বিত গোটা শহর।


জন্ম থেকেই বাঁ হাত নেই সুরজিৎ এর।তবে তার স্বপ্নের কাছে তা বাঁধা হয়ে দাড়াতে পারেনি।ছোটবেলা থেকে এক হাত নিয়েই সুরজিৎ এর ক্রিকেট খেলা শুরু।আর তাতেই কামাল করছে সুরজিৎ।ইতিমধ্যেই রাজ্যের হয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহন করেছে সে।স্বপ্ন দেশের হয়ে খেলার।এবারে সেই সুযোগও এসেছে।আগামী মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে মাঠে নামবে সুরজিৎ।কিন্তু তার স্বপ্নে বাঁধ সেধেছে তার দারিদ্রতা।

সুরজিৎ এর মা মিরা টিকাদার একশো দিনের কাজ করে কোনো রকমে সংসার চালিয়ে ছেলের খেলাধুলার খরচ বহন করে চলছেন।কিন্তু বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে করোনা।RTPCR  রিপোর্ট এবং ভ্যাকসিন নেওয়া আবশ্যক।প্রয়োজন ভিসার।আর তাতে প্রয়োজন অর্থের।তবে সুরজিৎ এর আর্থিক পরিস্থিতির কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা তথা সমাজসেবী গৌতম গোস্বামী।বৃহস্পতিবার তিনি সুরজিৎ এর করোনা পরীক্ষা এবং টিকার ব্যাবস্থা করে দেন।পাশাপাশি বেশকিছু খেলার সামগ্রীও তুলে দেন তার হাতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *