শিলিগুড়ি,১৩ মেঃ আড়াই বছরের শিশুর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলিগুড়ি থানার সিসিটিভি কন্ট্রোল রুমের পুলিশ কর্মীরা।
জানা গিয়েছে, শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগরের বাসিন্দা নীল চক্রবর্তীর আড়াই বছর বয়সী ছেলে আবীর চক্রবর্তী দেড় মাস আগে বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায়।তারপর থেকেই অচেতন অবস্থায় শিশুটির চিকিৎসা চলছে।ইতিমধ্যেই ৭ লক্ষ টাকারও বেশি চিকিৎসার পেছনে খরচ করলেও সুস্থ হয়নি ছেলে।তারপরই ছেলের চিকিৎসার স্বার্থে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানান নীল বাবু।বিষয়টি জানতে পেরে নীল চক্রবর্তীকে সাহায্য করতে এগিয়ে আসেন শিলিগুড়ি থানার সিসিটিভি কন্ট্রোল রুমের এসআই সত্যেন রায় এবং তার টিমের অন্যান্য পুলিশ কর্মীরা।নিজেদের বেতনের একটা অংশ তারা একত্রিত করে নীল বাবুর হাতে তুলে দেন।
আবীরের কাকা গোপাল চক্রবর্তী জানান, পুলিশ কর্মীদের এই সহযোগিতায় তারা চিরকৃতজ্ঞ।উন্নত চিকিৎসার জন্য তারা আবীরকে বাইরে নিয়ে যেতে চান।কোনও সহৃদয় ব্যক্তি চাইলে ৯৮৩২৩৮০৫৮৪ এই নম্বরে ফোন করে তাদের সহযোগিতা করতে পারেন।