শিলিগুড়ি, ৯ ফেব্রুয়ারিঃ ‘গদ্দার হটাও বিজেপি বাঁচাও, পুরানো বিজেপি দিচ্ছে ডাক শিলিগুড়িতে এবার দিদিই থাক’ বুধবার শহরজুড়ে এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ায়।
এদিকে শহর জুড়ে এই পোস্টার পড়তেই শিলিগুড়ির নেতাজী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করলেন বিজেপি বিধায়কেরা।
এদিন বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, রাতের দিকেই পোস্টার পড়ছে।রাতের বেলা অসামাজিক জীবদের জড়ো করে তৃণমূল কংগ্রেস শহরের মানুষদের ভয় দেখাচ্ছে তাদের পরাজয় নিশ্চিত জেনে।ইতিমধ্যেই ঘটনার অভিযোগ জানানো হয়েছে।আমরা চাই দোষীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।তা না হলে মামলা করার পথে যাবে ভারতীয় জনতা পার্টি।