ফাঁসিদেওয়ায় কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু করল ইনসাফ ফারমার্স  

ফাঁসিদেওয়া, ১৮ ডিসেম্বরঃ ফাঁসিদেওয়ার কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা শুরু করল ইনসাফ ফারমার্স প্রোডিউসার কোম্পানি লিমিটেড।


ইতিমধ্যেই কৃষকদের থেকে সরাসরি সহায়ক মূল্যে ধান কেনার ছাড়পত্র পায় ইনসাফ ফারমার্স।এরপর শনিবার থেকে ফাঁসিদেওয়ার গোয়ালটুলি মোড়ে শুরু হয় ধান কেনা।

এই বিষয়ে স্থানীয় সমাজসেবী আখতার জানান, প্রতিটি ব্লকে রাজ্যের সরকার কিষান মান্ডি গঠন করেছে এবং সেইমতোই ইনসাফ ফারমার্সকে অনুমোদন দেওয়া হয়েছে।এখানেই কৃষকরা সরাসরি ধান বিক্রি করতে পারবেন।


অন্যদিকে ইনসাফ ফারমার্স এর সদস্য মহম্মদ হাসিবুল জানান, ফাঁসিদেওয়ার চটহাটে কৃষকদের প্রচুর অসুবিধা ছিল এবং ফড়েদের দাপট ছিল।এবার থেকে কৃষকরা সরাসরি এখানে ধান বিক্রি করতে পারবেন।এছাড়াও গ্রামে গ্রামে গিয়েও শিবির করে ধান কেনা হবে বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *