শিলিগুড়ি, ২১ ফেব্রুয়ারিঃ আজ ২১শে ফেব্রুয়ারি।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ সালের আজকের দিনে ভাষার দাবীতে পূর্ববঙ্গে পুলিশের গুলিতে প্রান হারিয়েছিলেন বহু আন্দোলনকারী।এরপর থেকেই দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পালন হয়ে আসছে।বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এই দিনটিকে বিষেশভাবে পালন করা হয়।
প্রতিবছরের মত এবারও বাঘাযতীন পার্কে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানালেন শিলিগুড়ি পুরনিগমের ভাবী মেয়র গৌতম দেব।এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন পুরনিগমের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া সহ অন্যান্য জন প্রতিনিধিরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গৌতম দেব জানান, আগামীতে শহর শিলিগুড়িকে সকলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংস্কৃতি মনস্ক শহর গড়ে তোলা হবে।