নন্দীগ্রাম: ২০০৭ সালে ১৪ মার্চ ১৪জন জমি রক্ষা আন্দোলনকারী পুলিশ এবং সিপিএম এর হার্মাদ বাহিনীর হাতে নিহত হন।এই দিনটিকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন করে থাকে।
ওই দিন সোনাচুড়ার ভাঙ্গাবেড়া এবং অধিকারী পাড়া দুই জায়গায় আক্রমণ করে সিপিএমের হার্মাদ বাহিনী।সেই দিনটির কথা স্মরণ করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হল।
এদিন রাজ্যের মন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী শহীদ মিনারে এসে শ্রদ্ধা জানান।পাশাপাশি গনহত্যাকারীরা সাজা না পাওয়ায় নিজের ক্ষোভ ব্যক্ত করেন।তিনি জানান, আন্দোলন করেই আমরা এই দোষীদের সাজার ব্যবস্থা করব এবং এই আন্দোলনের প্রথম সারিতে থাকবে মহিলারা ।