দার্জিলিং, ১৬ জুলাইঃ জম্মু কাশ্মীরের ডোডায় জঙ্গিদের গুলিতে শহীদ হলেন দার্জিলিংয়ের বাসিন্দা তরুণ সেনা জওয়ান ব্রিজেশ থাপা।শোকের ছায়া দার্জিলিঙে।ছেলের শহীদ হওয়ার খবর পৌছতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।
তরুণ সেনা জওয়ানের বয়স ছিল ২৭ বছর।ব্রিজেশের জন্ম লেবংয়ে।লেবংয়ে পৈত্রিক বাড়ি ছাড়াও শিলিগুড়িতে তার বাড়ি রয়েছে।বাবা ভুবনেশ কুমার থাপা সেনায় কর্মরত ছিলেন।মুম্বাইয়ে নিজের উচ্চশিক্ষা শেষ করে সেখান থেকে বিটেক করেছিলেন ব্রিজেশ।তবে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বাবার মতই সেনা জওয়ান হবেন এবং দেশের সেবা করবেন।২০১৮ সালে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় বসেন এবং সেই পরীক্ষায় পাশও করেন।এরপর ২০১৯ সালে সেনাবাহিনীতে যোগ দেন ব্রিজেশ।
প্রথমে ভারতীয় সেনার ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে মোতায়ন ছিলেন ব্রিজেশ।এরপর তাকে এক্সট্রা রেজিমেন্টাল ডিউটির জন্য জম্মু কাশ্মীরের ডোডায় ১০ রাষ্ট্রীয় রাইফেলসে বদলি করা হয়।গতবছর সেপ্টেম্বর মাসে সেখানে গিয়েছিলেন।এই মাসেই বাড়িতে আসার কথা ছিল তার।তবে আর ফেরা হল না ব্রিজেশের।
আজই ব্রিজেশের মরদেহ বিশেষ বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হবে।এরপর আগামীকাল নিয়ে যাওয়া হবে পৈত্রিক বাড়ি দার্জিলিংয়ের লেবংয়ে।সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তরুণ সেনা জওয়ানের।