শিলিগুড়ি, ১০ জানুয়ারিঃ শিলিগুড়িতে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন হল আজ।চতুর্থ বর্ষে পদার্পণ করলো এই সাহিত্য উৎসব।আগামী ১২ জানুয়ারি অবধি চলবে এই উৎসব।
পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি কলেজ ময়দানে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়েছে।এদিন মেলার উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কথা সাহিত্যিক আবুল বাশার সহ অন্যান্যরা।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৪০০ এর বেশি সংখ্যক বাঙালি কবি ও সাহিত্যিক লিটল ম্যাগাজিন মেলায় অংশ নিয়েছেন।মেলায় আগত কবি ও সাহিত্যিকদের মোট ৬৫টি স্টল রয়েছে।যেখানে উত্তরের বিভিন্ন জেলার লেখকদের বই রাখা হয়েছে।