প্রজাতন্ত্র দিবসের আগে শহরে বিশেষ নজরদারি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

শিলিগুড়ি, ২৪ জানুয়ারিঃ প্রজাতন্ত্র দিবসের আগে কড়া নিরাপত্তায় চাদড়ে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়িকে।


সোমবার সকাল থেকে শুরু হয় শহরজুড়ে তল্লাশি, বিষেশ অভিযান।এদিন ডগ স্কোয়াড টিমকে সঙ্গে নিয়ে শহরের একাধিক বাজার, শপিং মলে অভিযান চালায় পুলিশের একটি বিশেষ দল।প্রজাতন্ত্র দিবসের আগে কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ও নাশকতার ঘটনা না ঘটে তার জন্যই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।এদিকে সামনেই শিলিগুড়ি পুরভোট।নির্বাচন কমিশনের নির্দেশমতো ভোটের আগে শহরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে স্পর্শকাতর এলাকাগুলির ওপর আলাদা করে নজরদারি শুরু করেছে পুলিশ।

এই বিষয়ে পুলিশ কমিশনারেটের এক আধিকারিক বলেন, ভৌগলিক অবস্থানগত কারণের জন্য সারা বছরই শিলিগুড়ির উপর থ্রেট থাকে।সারা বছরই বিভিন্ন জায়গার মানুষের যাতায়াত থাকে এই শহরে।হোটেলগুলিতেও সেকারণে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।শুধুমাত্র পুলিশ কর্মীরাই নয় অন্যান্য সমস্ত বিভাগই সজাগ রয়েছে।পাশাপাশি পুলিশ কমিশনার গৌরব শর্মা নিজেও সাধারণতন্ত্র দিবসের নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর রাখছেন।গভীর রাতে বিভিন্ন থানা, ট্রাফিক পুলিশ শহরের বিশেষ জায়গাগুলিতে নাকা চেকিং করছে।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *