শিলিগুড়ি, ১৬ জুলাইঃ শহরের যানজট কমাতে এবার দূরপাল্লার বড় বাসগুলিকে মূল শহরের ঢুকতে দেওয়া হবে না।মাটিগাড়ার পরিবহন নগর থেকে নিয়ন্ত্রণ করা হবে বাস গুলিকে।সেখান থেকেই ছাড়বে ভিন রাজ্যের দূরপাল্লার বাসগুলি।চলতি মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হতে পারে।
শুক্রবার শিলিগুড়ি পুরনিগমে পুলিশের সঙ্গে বৈঠকে বসেন প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ও সদস্যরা।সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।এখন বিভিন্ন দূরপাল্লার বেসরকারি বাসগুলি জংশন থেকে ছাড়ে।সেখানে দিনভর বাসগুলি থাকে।যার জেরে ব্যাপক যানজট হয়। আর তার প্রভাব পড়ে শহরের বিভিন্ন অংশে।যেকারণে এদিন আলোচনায় ঠিক হয়েছে বাসগুলিকে মাটিগাড়া পরিবহন নগর থেকে নিয়ন্ত্রণ করা হবে।বাস নিয়ে শহরে ঢোকা যাবেনা।অন্যদিকে বিভিন্ন জেলার জন্য যে বেসরকারি বাসগুলি রয়েছে।সেগুলি পিসি মিত্তল বাসস্ট্যান্ড থেকে ছাড়বে।পুলিশের তরফেও দুই জায়গাতে নজরদারি থাকবে।
এদিন প্রশাসক গৌতম দেব জানান, বাসগুলির জেরে যানজট হচ্ছে।সেকারণে যানজট কমাতে মূল শহরের ভেতর দূরপাল্লার ও বড় বাসগুলিকে ঢুকতে দেওয়া হবেনা।