শিলিগুড়ি, ২১ ডিসেম্বরঃ শহরজুড়ে একের পর এক খুন, ছিনতাই ও অপরাধের ঘটনা ঘটছে।দিনের পর দিন শহরের আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এই সমস্ত অভিযোগ তুলে বুধবার মিছিল এবং মুখে কালো কাপড় বেঁধে মৌন প্রতিবাদে সামিল হল দার্জিলিং জেলা সিটু।
এদিন শিলিগুড়ির হাসমি চকে মুখে কালো কাপড় বেঁধে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে প্ল্যাকার্ড হাতে মৌন বিক্ষোভ দেখান দার্জিলিং জেলা সিটুর সদস্যরা।শহরে একের পর এক অপরাধের ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।
সংগঠনের তরফে বিমল পাল জানান, শহরে আইন শৃঙ্খলার অবনতির ফলে দিনের পর দিন শহরে খুন ও ছিনতাইয়ের মত ঘটনা বেড়ে চলেছে।প্রশাসনও রেহাই পাচ্ছে না।সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।এই কারণেই আজ মৌন প্রতিবাদে সামিল হয়েছি আমরা।এরপরেও যদি প্রশাসন কোনোরকম কড়া পদক্ষেপ গ্রহন না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে জানান তিনি।