শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ শহরজুড়ে বড় বড় হোডিং।যেকারণে শহরের সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে।বিষয়টি নিয়ে কোন হেলদোল নেই প্রশাসনের।এর বিরুদ্ধে সোচ্চার হল লিগ্যাল এইড ফোরাম।ক্রেতা সুরক্ষা আদালতে দায়ের করা হয়েছে মামলা।
শহরের বিভিন্ন জায়গায় বড় বড় হোডিং এবং বিভিন্ন সরকারী পোলে বৈদুতিক কিওস্ক দেখা যায়।দিনের পর দিন বিদ্যুৎ চুরি করে রাস্তার পোলে বিজ্ঞাপন দিচ্ছেন বেসরকারী কোম্পানীগুলি।কাদের অনুমতিতে এই কাজ হচ্ছে তা নিয়েও উঠছে প্রশ্ন।হোডিং ও বিজ্ঞাপনের জেরে শহরের সৌন্দর্যায়ন নষ্ট হচ্ছে।এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে লিগ্যাল এইড ফোরাম।
এই বিষয়ে সংস্থার সভাপতি অমিত সরকার জানান, অবৈধ কাজের বিরুদ্ধে কোনরুপ ব্যবস্থা গ্রহণ করছে না প্রশাসন।এই কারণে ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করা হয়েছে।
এই বিষয়ে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন জানান, শহরে অবৈধ কর্মকান্ড লাগাতার চললেও কোন হেলদোল নেই পুরনিগমের।তারা শুধুমাত্র কসমেটিক সার্জারিতে ব্যস্ত।এই পুরনিগম সম্পুর্নরুপে ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান, বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখা হবে।