শিলিগুড়ি, ১৫ মেঃ শহরজুড়ে পানীয় জলের সমস্যা।কার্যত জল সংকটে শহরবাসী। কোথাও লম্বা লাইন, আবার কোথায় জলের সংকট।এই পরিস্থিতিতে শহরের ৫, ১০, ২০, ২৩, ২৪ এবং ২৮ নম্বর ওয়ার্ড সহ একাধিক ওয়ার্ডে ধরা পড়লো জল অপচয়ের ছবি।
শহরের বিভিন্ন জায়গায় জলের কলগুলিতে ট্যাপ না থাকায় অনবরত জল পড়ে অপচয় হচ্ছে।একাধিকবার জলের কলে ট্যাপ লাগানো হলেও তা কখনও চুরি হচ্ছে আবার কখনও কেউ ভেঙে ফেলছে।
এই বিষয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, আমরা কল গুলো ঠিক করে দিচ্ছি।এরপরও কেউ ভেঙে নিয়ে যাচ্ছে।যেকারণে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদিকে শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষ বলেন, কলের ট্যাপগুলি কয়েকদিনের মধ্যে চুরি হয়ে যাচ্ছে। এর ফলে প্রতিদিন একটা বড় অংশে জল অপচয় হয়।বিভিন্ন জায়গায় নতুন প্রযুক্তি দিয়ে জল অপচয় বন্ধ করা হচ্ছে।এই ব্যাপারে মেয়র গৌতম দেব যদি আমাদের কাছে সহযোগিতা চায় তবে আমরা সহযোগিতা করবো।
উল্লেখ্য, জল-যন্ত্রণা দূর করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি পুরনিগম।জলের ট্যাংকার এবং জলের পাউচ দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।